গান: এন্ড্রোয়েড ফোন । Android Phone
কথা ও সুর:- শফিক আদনান
সবার মুখেই শুনি
ডাক্তার নাকি ইঞ্জিনিয়ার
কোনটা হবে তুমি
কি হবে ভাই বড় হলে
মা বাবার আদর না পেলে
যাকে পেলে আব্বু আম্মু
থাকে হাসি খুশি
সেই এন্ড্রোয়েড ফোন হয়ে
থাকবো পাশাপাশি
.
আমার যখন খুধা পায়
আম্মু থাকে ব্যস্ত
চার্জ ফুরালেই এন্ড্রয়েডের
চার্জ দিতে অভ্যস্ত
আমার চেয়ে অনেক প্রিয়
হয় যদি তা বেশি-
.
অনেক কাজের মাঝেও বাবার
হাতে থাকে ফোন
আমার কথা দিব্বি সে
ভুলে যায় এখন
আমার জায়গা নিয়েছে
এন্ড্রয়েড সর্বনাশী
.
আমার যখন কান্না পায়
আম্মু দেয় ঝাড়ি
এন্ড্রয়েডে রিং বাজলে
দৌড়ায় তাড়াতাড়ি
আদর সোহাগ ভালোবাসা
পায় সে দিবানিশি