আমরা জেগেছি জাগাবো এবার
গান: আমরা জেগেছি জাগাবো এবারকথা ও সুর: মতিউর রহমান মল্লিক আমরা জেগেছি জাগাবো এবারশত কোটি তাজা প্রাণমিলিত ঐক্যে ভেঙে চূরে যাবোজুলুমের জিন্দান ॥ আঁধার বাধার বিন্ধা গুড়িয়েসত্য ন্যায়ের ঝা-া উড়িয়েসুনীল সাহসে গান গেয়ে যাবজীবনের জয়গান ॥ চেতনার দ্বারে মৃদু করাঘাত হেনেজাগাবো জাগাবো জাগাবো ঘুমের পাড়ামুক্ত উদার আলোকের আহ্বানেউঠবে উঠবে উঠবে নতুন সাড়া। মিথ্যা ক্লেদ ভীরুতা …