গান: এ দেশ খান জাহানের
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
এ দেশ খান জাহানের
এ দেশ শাহ জালালের
এই শাহ মাখদুমের চারণভূমি
গর্বের দেশ আমাদের ॥
ঈশা খানের বাহাদুরী
দেশের অলংকার
শহীদ তিতুর কীর্তি গাঁথা
জাতির অহংকার
বীর মুজাহিদ উত্তরসুরী
আমরা যে ভাই তাদের ॥
অকুতোভয় শরীয়তুল্লাহর
ইসলামী সংগ্রাম
রক্তে আনে আজো জোয়ার
দোদুল দোলায় প্রাণ।
নাম না জানা কত দিলীর
খোদার হুকুমাত
কায়েম করতে যুগে যুগে
করল জীবন পাত
অন্তর জুড়ে আজো জ্বলে
অমর স্মৃতি যাদের ॥