গান: চলো চলো চলো মুজাহিদ
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
চলো চলো চলো মুজাহিদ
জিহাদের ময়দানে চলো
শহীদের ঈদগাহে চলো
অন্যায় জুলুম বাতিলের ভিত্তি
বজ্রের হুংকারে দলো ॥
অশান্ত এই পৃথিবীতে মানবতা আজ বন্দি
অবিচার অনাচার বাতিলের সঙ্গে
হয়েছে যে তাগুতের সন্ধি
তৌহিদী হেরার রাহী জাগো রে
কুফ্রীর বুনিয়াদ ভাঙ রে
কুরআনের সমশির হাতে তুলে নাও বীর
জিহাদের ময়দানে চলো ॥
ধরাতল জুড়ে আজ অশান্তি শুধু হায়
অস্ত্রের ঝন ঝন ঝংকার
হায়েনার মত আজ বড় বড় শক্তি
কেড়ে নেয় মানুষের অধিকার।
দিগন্তে ওই শোন শোন মজলুমের কান্না
রোগে শোকে অনাহারে দু’মুঠো অন্ন
এতোটুকু ঔষধও পায় না
পথে পথে পড়ে আছে অসহায়
সমাজের ওরা যেন কেউ নয়
ওই সব মানুষের মুক্তির জন্যে
জিহাদের ময়দানে চলো ॥