গান: জিহাদের এই ঝাণ্ডা
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক

জিহাদের এই ঝাণ্ডা আমরা
চিরদিন উঁচু রাখবো
চির মুজাহিদ সৈনিক মোরা
অতন্দ্র নিশি জাগবো ॥

সব সংকটে সকল সড়কে
ঘূর্ণাবর্তে বজ্র করকে
প্রলয় তুফানে শহীদি রক্তে
মুক্তির ছবি আঁকবো ॥

হোক দুশমন অগণন
তবু দেখাবো মরণ সন্ধ্যা
নীতিহীনতার মরু বিয়াবানে
স্বপ্ন তাদের বন্ধ্যা।

আমরা অযুত জিহাদী জোয়ান
আল্লাহর রাহে হবো কুরবান
সত্য ন্যায়ের পথে চিরদিন
সব মানুষেরে ডাকবো ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *