গান: ফুল বাগানে ফুটলো রে ফুল । Ful Bagane Futlo Re Ful
কথা: সোহাগ চৌধুরী
সুর: সোহাইল আহমদ খান
ফুল বাগানে ফুটলো রে ফুল
পাখি ডাকে ডালে রে
দিন বদলের গান শুনিয়ে
এই তো বৈশাখ এলো রে ॥
রূপ লাবণ্যের ঝিলিক দেখ
আজ প্রকৃতিতে
সেই খুশিতে মাতলো রে মন
সুর সঙ্গীতে
আলো আশার স্বপ্নগুলো
আলতো ছুঁয়ে গেল রে ॥
নব তারুণ্যের প্রদীপ জ্বেলে
আজ ধমনীতে
সুখ উড়াতে ছুটবো রে সব
দিক দিগন্তে
ভালোবাসার ঘূর্ণি ঝড়ে
ভাঙতে হবে বাধা রে ॥