গান: এখনো মানুষ মরে পথের পরে
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক

এখনো মানুষ মরে পথের পরে
এখনো আসেনি সুখ ঘরে ঘরে
কী করে তাহলে তুমি নেবে বিশ্রাম
কী করে তাহলে ছেড়ে দেবে সংগ্রাম ॥

এখনো আহত হয় শ্বেত কবুতর
এখনো চতুর্দিকে শুধু হাহাকার
কী করে তাহলে তুমি নেবে বিশ্রাম
কী করে তাহলে ছেড়ে দেবে সংগ্রাম ॥

শান্তির সন্ধানী মানুষের মিছিল ওই
শান্তির সন্ধানে ঘুরে ঘুরে
খোদাহীনতার চোখ ঝলসানো রূপ দেখে
সেই দিকে চলে গেল অগোচরে ॥

কেউ বুঝি নেই আজ ফেরাবার
কেউ বুঝি নেই আজ পিছু ডাকবার
কী করে তাহলে তুমি নেবে বিশ্রাম
কী করে তাহলে ছেড়ে দেবে সংগ্রাম ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *