গান: হাসনা হেনা ফুটেছে
কথা ও সুর: তারিক মুনাওয়ার
হাসনা হেনা ফুটেছে
সুগন্ধে মন মন যে আমার লুটেছে
বললাম ওকে এ সুরভি পেলে কোথায়
কে দিল গো এত গন্ধ আর এত সুবাস তোমায়
মুচকি হেসে হেসে বলল
খোদার প্রেমে জুটেছে ॥
তুমিও যদি খোদার প্রেমে
আমার মতো ডুবতে পারো
দেখবে তখন সুন্দর হবে
আমার চেয়েও আরো আরো ॥
মৌমাছিরা সুর মিলালো
সেই সে কথায়
প্রতিধ্বনি উঠল বেজে
সেই কথা পাতায় পাতায়
জবাব শুনে হঠাৎ দেখি
ভোরের সূর্য উঠেছে ॥
কমল দীঘির কোমল ছায়ায় কার মহিমা
কার ধ্যানে গো মৌন মধুর হয় দূর নীলিমা
এ মন বলে সকল দিকে
তাঁর করুণা ছুটেছে ॥