গান: হাতে হাত রেখে শপথ করে
কথা ও সুর: খন্দকার রাশিদুল হাসান তপন
হাতে হাত রেখে শপথ করে
এসো ইসলামের পথ ধরে যাই এগিয়ে
সঙ্গীন উঁচু করে তৌহিদী সুরে
এসো পাল তুলে দেই
ঝড়ো হাওয়ায় তীরের খোঁজে ॥
সংগ্রামের এ পথ বড় বন্ধুর হবে
বড় দুর্গম হবে
তিমির আঁধার সে পথ ঢেকে নেবে
বাধার প্রাচীর তোমায় রুখতে চাবে
তরঙ্গের ত্রাস গ্রাস করতে চাবে
তোমায় ভড়কে দেবে
নিরাশার জাল হতাশ করতে চাবে
ইবলিশ শয়তান তোমায় মন্ত্রণা দেবে
তবু সেদিন ভাই দৃঢ় শপথ ভরে
নির্ভীক সৈনিক মোদের হতে হবে
অটল সৈনিক মোদের হতে হবে ॥
অনেক দূরের পথ যেতে হবে
ঈমানের রসদ সাথে নিতে হবে
কোরআন বুকে নিয়ে হাদিস হাতে
আঁধারে পথ চিনে নিতে হবে ॥
ঝড়ের আঘাত যদি আসে পথে
শিলা বৃষ্টির সাথে
দৃঢ় করে হাল ধরতে হবে
পথের নিশান ঠিক রাখতে হবে
দুঃখ জ্বালা আর আঁধার রাতি
সে তো পথের সাথী
ধৈর্য্যরে প্রাচীর তোমায় হতে হবে
ত্যাগের মহান আলো জ্বালতে হবে
ওরে আল্লাহর প্রেমিক এসো শপথ করি
আল্লাহর পথে জীবন দিতে হবে
জান্নাতের পথ বেছে নিতে হবে ॥