গান: ইসলাম অর্থ যুদ্ধ ইসলাম অর্থ শান্তি
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক

ইসলাম অর্থ যুদ্ধ
ইসলাম অর্থ শান্তি
ইসলাম অর্থ মানুষে মানুষে
নেই ভেদাভেদ ভ্রান্তি ॥

ইসলাম অর্থ স্বৈরাচারীর দু’চোখেই মৃত্যুর শংকা
ইসলাম অর্থ মজলুমানের উদ্ধত সাহসের ডংকা
ইসলাম অর্থ নিপীড়িত আর সবহারাদের মুক্তি ॥

ইসলাম অর্থ গরিব দুঃখীর বাঁচার অধিকার
ইসলাম অর্থ শোষণমুক্ত সমাজ উপহার ॥

ইসলাম অর্থ বিশ্বজনীন মিলন ও মৈত্রীর সংজ্ঞা
ইসলাম অর্থ আত্মত্যাগের প্রণত প্রত্যয় প্রজ্ঞা
ইসলাম অর্থ সত্য ন্যয়ের উদ্ভাসিত উক্তি ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *