গান: ঈমানের দাবি যদি কোরবানী হয়
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক

ঈমানের দাবি যদি কোরবানী হয়
সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন
ওগো দয়াময় আমার, প্রভু দয়াময় ॥

ঈমানের দাবি সেতো বসে থাকা নয়
ঈমানের দাবি হলো কিছু বিনিময়
সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়
সেই ঘাম দিতে যেন তৈরি থাকি আমি
ওগো দয়াময় আমার প্রভু দয়াময় ॥

ঈমানের উপমা যে অগ্নিশিখা
কাজ হলো শুধু তার জ্বলতে থাকা
তেমনি করে ওগো নিঃশেষে এই আমি
জ্বলে জ্বলে জীবনের দাম যেন খুঁজে পাই
ওগো দয়াময় আমার, প্রভু দয়াময় ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *