গান: মোহাম্মাদ মোস্তফা আল আরাবী
কথা ও সুর: আজিজুর রহমান
মোহাম্মাদ মোস্তফা
আল আরাবী
মনেরও কাছে তুমি
ভোরের রবি ॥
স্নেহ প্রীতি শান্তির
তুমি যে গড়েছ নীড়
একতা ও সাম্যে
প্রেমের ছবি ॥
মানুষে মানুষে তো ভেঙে দিলে ব্যবধান
দেখালে মানুষ এক আদমেরই সন্তান।
সাথী তুমি সুখে দুখে
ভালোবাসা নিয়ে বুকে
নিখিল বন্ধু হলে
হে প্রিয় নবী ॥