গান: পুলসিরাতের সাথী তিনি
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
পুলসিরাতের সাথী তিনি
নাম মুহাম্মদ সাল্লে আলা
আমার প্রিয় হযরত মুহাম্মদ
শাহে মদীনা কামলিওয়ালা
সাইয়্যেদে আলম মুহাম্মদ
নূরে নূরে নূরে আলা ॥
মদিনার ঐ গুল বাগিচায়
ডাকলো যে কোন বুলবুলি
আর তন্দ্রা থেকে উঠলো জেগে
সারা জাহান চোখ মেলি
উঠলো গেয়ে সুর মিলিয়ে
লা-ইলাহা ইল্লাল্লাহ ॥
তার সে পথের সোনার রেখায়
ফেরদাউসেরই স্বপ্ন আঁকা
আর তার সে সবুজ চারণভূমি
জিন্দেগানীর ফুল বীথিকা
আমার নেতা তোমার নেতা
বিশ্বনবী মুস্তফা ॥