গান: ইসলাম নয় শুধু | Islam Noy Shudhu
কথা ও সুর: আবুল কাশেম

ইসলাম নয় শুধু ধর্মের নাম
নয় কোন বর্ণ গোত্রের নাম
নয় কোন শ্রেণী ভাষার নাম
সাম্প্রদায়িকতা নয় ইসলাম
আল্লা তায়ালার মনোনীত
সব মানুষের জন্য জীবন বিধান
জেনে নাও বুঝে নাও আল ইসলাম
জেনে নাও বুঝে নাও দীন ইসলাম

ইসলাম আল্লাহ প্রদত্ত বিধান
আল ইসলামে চলে বিশ্বজাহান
ছায়াপথ কক্ষপথ সৌর জগত
আসমান জমিন মরু পর্বত
সৃষ্টি জগত দেখ রে ভাই
মেনে চলছে সবাই
আল ইসলাম দীন ইসলাম
জেনে নাও………….।

আলো পানি বাতাস যেমন
বাঁচার জন্য সবারই প্রয়োজন
তেমনি জীবনের সকল দিকে
ব্যক্তি থেকে রাষ্ট্র সমাজে
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রীস্টান
সবারই জন্য প্রয়োজন
আল ইসলাম দীন ইসলাম।

#Abar Jodi Omar Eshe #আবার যদি ওমর এসে #Saimum-45 #সাইমুম-৪৫

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *