গান: খোদারই প্রেমের শরাব পিয়ে | Khodar Premer Sorab Piye
কথা ও সুর: কাজী নজরুল ইসলাম
খোদারই প্রেমের শরাব পিয়ে
বেহুঁশ হয়ে রই পড়ে
ছেড়ে মসজিদ আমার মুর্শিদ
এলো যে ওই পথ ধরে ॥
দুনিয়াদারীর শেষে আমার
নামাজ রোযার বদলাতে
চাই না বেহেশত খোদার কাছে
নিত্য মোনাজাত করে ॥
কায়েস যেমন লাইলি লাগি
লভিল মাজনু খেতাব
যেমন ফরহাদ শিরির প্রেমে
হলো দিওয়ানা বেতাব
বে-খুদিতে মাশগুল আমি
তেমনি মোর খোদার তরে ॥
#Amra sei se jati #Saimum 44 #আমরা সেই সে জাতি #সাইমুম ৪৪