গান: কোথায় আছো আলী হায়দার । Kothay Acho Ali Haydar
কথা: আবু তাহের বেলাল
সুর: গোলাম মাওলা
কোথায় আছো আলী হায়দার
হামযার মত সাহসী বীর
পৃথিবীর সব প্রান্তে তোল
আল্লাহু আল্লাহু তাকবীর ॥
আবু বকরের মত উদারতা
ওমরের মত নির্ভীক মন
আঁধার চিরে আনতে সুদিন
দিকে দিকে আজ প্রয়োজন
প্রয়োজন সেই খালিদের ন্যায়
মরণজয়ী সিংহ দীলি।
বিশ্ব জুড়ে অকাতরে মজলুমানের কান্না ঝরে
নিপীড়িত মানবতার দু’চোখ বেয়ে অশ্রু ঝরে ॥
আজ কোথা সেই বীর সিপাহী
তারিকের মত হিম্মত যার
নেই কোন চাওয়া পাওয়া
শাহাদাত শুধু কামনা তার
মানবতা আজকে জানি
খুঁজে ফিরে সেই সাহসী ॥