গান: তোমার কথা বলার মত । Tomar Kotha Bolar Moto
কথা: আবু তাহের বেলাল
সুর: মশিউর রহমান


তোমার কথা বলার মত
তোমার পথে চলার মত
শক্তি আমায় দাও দয়াময়
সাহস আমায় দাও ॥

জ্ঞান গরিমা ধনে মানে
অপার অতুল রহম দানে
তোমার রঙে আমায় প্রভু
রঙ্গিন করে নাও ॥

নাজাত পেতে আখেরাতে
ডাকি তোমায় দিবস রাতে
হাসিমুখে যাই বিলিয়ে
যত কিছু চাও ॥

একক অসীম হে ইলাহী
তুমি ছাড়া মাবুদ নাহি
সুখে দুঃখে তোমার রাহে
মরণ আমায় দাও ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *