গান: মাঝে মাঝে মনটা | Majhe Majhe Monta
কথা ও সুর: দিদারুল ইসলাম
মাঝে মাঝে মনটা ছলনায় ঘিরে রয়
মাঝে মাঝে রিপুগুলো মনকে তাড়িয়ে নেয়
সরল পথ থেকে বহুদূর কিনারায়।
চারদিকে নগ্নতা অশ্লীল পিছুটান
আমাকে ঘিরে ধরে টেনে নেয় অজানা
মনকে বুঝাতে চাই
মন কেন বুঝে না
মালেকের সাথীরা বিপথে যায় না।
তব কি হয় না পড়া কোরআন হাদীস আর
বিপ্লবী জীবনের সেই সাহিত্য
হে মালিক আমি তব পথে অসহায়
মুস্তাকীমের পথে রাখিও অটুট সদা
ঐশী আলোক শিখায়
তাজা রাখো এই প্রাণ
এই মুনাজাত জপে বিদগ্ধ তনুমন।
#Abar Jodi Omar Eshe #আবার যদি ওমর এসে #Saimum-45 #সাইমুম-৪৫