গান: মালিক তুমি দাও দিশা দাও | Malik Tumi Daw Disha Daw
কথা ও সুর: মাসুদ রানা
মালিক তুমি দাও দিশা দাও
ওগো মেহেরবান
পাপী তাপী আমি গোনাহগার
চাই যে পরিত্রাণ ॥
ভাল মন্দ বোঝার মত
দাও গো প্রভু জ্ঞান
অন্তরে দাও তোমার ভীতি
মওলা তোমার ধ্যান
রহমেরই স্রােতধারা
হোক অবিরত বহমান ॥
দীনের কাজে ছুটে যাবার
সেই মনোবল দাও
কোরআন হাদীস বোঝার মত
খাঁটি মুমিন বানাও
পরকালে মুক্তি দিও
দিও গো সম্মান ॥
#Mon Mohajon #Saimum 50 #মন মহাজন #সাইমুম ৫০