গান: অন্যের দোষ ধরতে নিজের | Onner Dosh Dhorte Nijer
কথা ও সুর: মাসুদ রানা

অন্যের দোষ ধরতে নিজের
চিন্তা মাথায় রেখো
নিজের সামনে নিজেই দাঁড়াও
আয়নাতে মুখ দেখো ॥

অন্যের বেলা ভুল ধরাটা
সহজ হয় যত
নির্ভুল কাজ করা বন্ধু
কঠিনও ঠিক ততো
অন্যকে শেখাতে কিছু
নিজেই আগে শেখো ॥

চলতি পথে কারো মাঝে
যদি ভুল পাও
সংশোধনের জন্যে তুমি
পরামর্শ দাও
দোষে গুণে মানুষ আমরা
এটা জেনে রেখো ॥

নিজে পালন করো না যা
অন্যকে বলো না
ভালো কাজে উৎসাহ দাও
মন্দে করো মানা
তোমার দোষও ঢাকবেন আল্লাহ
অন্যের যদি ঢাকো ॥

#Mon Mohajon #Saimum 50 #মন মহাজন #সাইমুম ৫০

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *