গান: এখনো তুই কেন রে মিছে | Ekhono Tui Kenore Miche
কথা ও সুর: চৌধুরী গোলাম মাওলা

এখনো তুই কেন রে মিছে
ঘরে বইসা রইলি
রাসূল প্রেমের তরী লইয়া
সমুদ্রে ধর পাড়ি ॥

তোরি ঘরের কেঁচোর ফুটোয়
সাপ যে বাসা বাঁধে
জনম ভইরা সেই সাপ গেল
তোরেই ছোবল মারি ॥

সময় যে তোর যায় ফুরায়ে
মূর্খ রয়ে গেলি
ইসলাম থেকে মুখ ফিরায়ে
লাঞ্ছনা তো পেলি ॥

দু’চোখ ভরে নামবে যেদিন
গোরের আঁধার ওরে
রঙ্গ রসের এই দুনিয়া
তাড়িয়ে দেবে তোরে
অনুতাপের অশ্রু নদে
ঘটবে ভরাডুবি ॥

#Mon Mohajon #Saimum 50 #মন মহাজন #সাইমুম ৫০

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *