গান: মুহাম্মদের নাম যে আমার বুকে | Muhammader Name Je Amar Mukhe
কথা ও সুর: কাজী নজরুল ইসলাম
মুহাম্মদের নাম যে আমার বুকে
ওই নামেরই আশিক আমি
জপি সে নাম সুখে ও দুঃখে ॥
অন্ধকারে সে নাম আমার বাতি
রোজ হাশরে সেই তো পরম সাথী
সেই তো রবে কাছে জীবন লীলা
গেলে চুকে ॥
অনেক জ্বালা এ সংসারে তবু
নবীর নামের শানে আমি কভু
যাই না পুড়ে যাই না ভেঙে
এই আমি সেই দুঃখে ॥
#Amra sei se jati #Saimum 44 #আমরা সেই সে জাতি #সাইমুম ৪৪