গান: পাল উড়াইয়া দে রে মাঝি | Pal Uraiya De Re Majhi
কথা: আমির হামযা
সুর: দিদারুল ইসলাম
পাল উড়াইয়া দে রে মাঝি
উজান গাঙ্গের কূলে
লা শারিক আল্লা লা শারিক আল্লা
মুখে মধুর জিকির তুলে।
গাঙ্গের পানি ছলাৎ ছলাৎ
উছলিয়া পড়ে
ভাঙ্গা গড়ার এই নিয়মে
কত জীবন ঝরে
মরণ নেশার ঢেউয়ে ঢেউয়ে
জীবন আমার যায় রে চলে।
সুখের নেশায় পালে পালে
স্বপ্ন কত উড়ে
উজান গাঙ্গের নায়ে চড়ে
যাবো অনেক দূরে
মাঝির গানে পালে পালে
স্বপ্ন দুয়ার যায় রে খুলে
#Abar Jodi Omar Eshe #আবার যদি ওমর এসে #Saimum-45 #সাইমুম-৪৫