গান: রাসূল নামের ফুল এনেছি রে | Rasul Namer Full Enechi Re
কথা ও সুর: কাজী নজরুল ইসলাম

(মোরা) রাসূল নামের ফুল এনেছি রে
আয় গাথবি মালা কে..
এই মালা দিয়ে রাখবি বেঁধে
আল্লাহ তালাকে
অতি অল্প ইহার দাম
শুধু আলা রসূল নাম
এই মালা পরে দুঃখ শোকের
ভুলবি জ্বালাকে ॥

এই ফুল ফুটে দিনে রাতে
ভাই রে ভাই হাতের কাছে তোর
ও তুই কাঁটা নিয়ে দিন কাটালি রে
তাই রাত হলো না ভোর ।

এই সুগন্ধ আর রূপ বয়ে যায়
নিত্য এসে তোর দরজায় রে
পেয়ে ভাতের থালা ভুললি রে তুই
চাঁদের থালাকে ॥

#Amra sei se jati #Saimum 44 #আমরা সেই সে জাতি #সাইমুম ৪৪

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *