গান: শোন মৃত্যুর তূর্য নিনাদ
কথা: ফররুখ আহমদ
সুর: আবদুল লতিফ


শোন মৃত্যুর তূর্য নিনাদ
ফারাক্কা বাঁধ ফারাক্কা বাঁধ ফারাক্কা বাঁধ ।

মরণ বার্তা কোটি মানুষের
মরণ বার্তা গণ জীবনের
মরণ বার্তা সুখ স্বপ্নের
হানে বিষাক্ত শায়ক নিষাদ ॥

কূট-চক্রীর চক্র এবার
মুছে দিতে চায় মানবিকতার
সকল চিহ্ন সম অধিকার
আনে দুর্যোগ রাতের বিষাদ ॥

এনে দিতে বুকে পাক জমিনের
মরণ বহ্নি জাহান্নামের
আনে উষরতা হিংস্র লোভের
বাড়ায় দ্বন্দ্ব ফেতনা ফাসাদ ॥

নিযুত প্রাণের শুনি আহ্বান
জাগো দিকে দিকে জঙ্গি জোয়ান
অপমৃত্যুর বুকে লেলিহান
হানো সঙ্গীন চালাও জিহাদ ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *