গান: সব মানুষের আজাদীর দিন
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
সব মানুষের আজাদীর দিন
এনেছিল হযরত ফারুকে আযম
সিপাহসালার পিঠে বোঝা তার
জনগণ যারে ভাবে প্রিয়তম ॥
শুয়ে আছে খলিফা সে তপ্ত বালুকায়
পরাক্রমশালী তবু চেনা নাহি যায়
ক্ষুধিতের কাঁদনে কাঁদে অনুক্ষণ ॥
বীরদের সেরা সে তো মানে না কারো
আল্লাহর ভয়ে তবু ভীত সে আরও।
চাকরের মত চলে রশি ধরে সে
ভৃত্য তার যেতে থাকে উটে চড়ে যে
তেমন পেতে আজ কাঁদে দু’নয়ন ॥