গান: সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
কথা: আবু বকর
সুর: আবদুল লতিফ


সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ॥

আকাশে সুনীল চাঁদোয়া আঁকা
জমিন সবুজ গিলাফে ঢাকা
কুসুমে মধুর সুবাস মাখা ॥

দিনের বেলায় আলোর খেলা
নিশীথ রাতে তারার মেলা
আকাশে পাখি সাগরে ভেলা ॥

এখনই শীতে কাঁপে থরথর
এখনই গ্রীষ্মে ঘামে কলেবর
সচল সাগর নীরব ভূধর ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *