গান: তালা‘আল বাদরু আলাইনা
কথা: মতিউর রহমান মল্লিক
সুর: তাফাজ্জল হোসাইন খান


তালা‘আল বাদরু আলাইনা
মিন সানি ইয়াতিল ওয়াদা
ওয়াজাবাশ শুকরু আলাইনা
মাদাআ লিল্লাহি দা ॥

রাতের আঁধার কেটে কেটে
আকাশে চাঁদ উঠলো ওই
সারা জাহানের দিক বিদিকে
আলোর ধারা ছুটলো ওই ॥

মানবতার বন্ধু তিনি
রাহমাতুল্লিল আলামীন
তাই তো শোকর আদায় করে
কুল মাখলুকাত নিশিদিন ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *