গান: তোমার নামে গান ধরেছি । Tomar Name Gan Dhorechi
কথা ও সুর: আজমীর আল আজম

তোমার নামে গান ধরেছি
মিষ্টি মধুর তানে
সুর দিয়েও গাইছি মোরা
নিত্য নতুন গানে
আল্লাহ জপি তোমায় প্রাণে ॥

তুমি আছো পলকেরই কল্পনাতে
মিশে আছো আমারই প্রাণে
তাসবিহ পড়ে তব মোরা করছি স্মরণ
শুধুই তোমার শানে
মহিমা তোমার করুণা তোমার
তোমায় ডাকি ক্ষণে ক্ষণে ॥

তোমার ইশারায় রাতের আকাশে তারারা হাসে
মিটিমিটি চোখ রাঙ্গিয়ে
চন্দ্র ওই হাসে তোমার আদেশে নিত্য দিনে
জগতে আলো জ্বালিয়ে
শুকরিয়া তোমার ওগো মহীয়ান
তোমায় রাখি মনে মনে ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *