গান: গোলাপের গন্ধে মন ভরে যায় । Golaper Gondhe Mn Vore Jay
কথা: সোহাগ চৌধুরী
সুর: শাহাবুদ্দীন


গোলাপের গন্ধে মন ভরে যায়
শিউলি আমাকে পাগল করে
হাসনা হেনার মধুর ছোঁয়ায়
থাকতে পারি না ঘুমের ঘরে ॥

দোয়েল কোয়েল ময়না টিয়ে
করছে খেলা যেন মনটা নিয়ে
কী সকাল কী দুপুর
আমায় ডেকে যায় সুরে সুরে ॥

ভোরের শিশির সবুজ ঘাসে
মুক্তা কণা যেন হাসছে বসে
এ সবুজ কী মধুর
আমায় নিয়ে যায় বহুদূরে ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *