গান: আল্লাহ আল্লাহ আল্লাহ
কথা ও সুর: তারিক মুনাওয়ার
আল্লাহ আল্লাহ আল্লাহ
তোমার নামকে হৃদয়ে গেঁথেছি
আর কিছু চাই না ॥
তুমি আমার জল্পনা
তুমি আমার কল্পনা
তুমি ছাড়া কোথাও গো
আর কিছু পাই না ॥
ফুল-ফল শস্য ক্ষেতে
তোমারই নাম জপে দিবা-রাতে।
ভ্রমরের গুঞ্জনে গুন গুন রবে
পাখিদের কল্লোলে কলরবে
নদীরও কলতানে
তুমি ছাড়া কিছু পাই না ॥