গান: আমরা বাগানের হাসনা হেনা । Amra Baganer Hasna Hena
কথা ও সুর: সংগ্রহ

আমরা বাগানের হাসনা হেনা
জুঁই চামেলি ফুল
সুবাস বিলিয়ে এক হয়ে যাই
গোলাপ চাঁপা বকুল ॥

ফুলকে নাকি সবাই বাসে ভাল
রাগলে পরে ফুলের ধারে
বসলেই মন হয় ঝলমল
তাই তো ফুলের মত তুমি
মন কর নির্ভুল ॥

একটি টাকার খাদ্য কিনিও দুইটি টাকা হলে
আর একটিতে ফুল কিনিও দয়ার নবী বলে।

সবাই যদি ফুলের মত হই
সবার মনে ফুল ফুটিয়ে
মন ভরে সুন্দর কথা কই
আমরা ফুলের সুবাস দিয়ে
ভাঙবো সবার ভুল ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *