গান: দেশের মাটি রক্ষা করার । Desher Mati Rokkha Korar
কথা: মতিউর রহমান মল্লিক
সুর: মশিউর রহমান


দেশের মাটি রক্ষা করার
তুমি ছাড়া হে দয়াময়
আর তো কেহ নাই
দেশ বাঁচানোর শক্তি প্রভু তোমার কাছে চাই ॥

রৌমারী আর বড়াই বাড়ি
দান করলে যে সাহস
তোমার দয়ায় পাদুয়াতে
দেখেছি যে জোশ
আমরা তেমনি যেন সব লড়াইয়ে
তোমার রহম পাই ॥

বদর উহুদ যুগে যুগে আনলো ঈমানদার
বাংলাদেশে তাই দেখালো বন্ধু বি ডি আর
ওই হানাদারদের শিক্ষা দিতে তোমার মদদ চাই ॥

কোটি কোটি মানুষ আমরা চাই না তো গোলামী
স্বাধীনতা মোদের কাছে প্রাণের চেয়েও দামী
তবু দুঃশাসনের কুটিলতায় দাস না হয়ে যাই ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *