গান: দয়াল নবীজীর নামে পড়ি
কথা ও সুর: আবদুল লতিফ
দয়াল নবীজীর নামে পড়ি
দরূদ হাজার
ঐ নাম দুনিয়াতে আখেরাতে
ভরসা আমার ॥
যখন রোজ হাশরের ময়দানেতে
মরব দারুণ পিয়াসেতে
আসবেন কাওসারের পিয়ালা হাতে
নবীজী আমার ॥
পার হইতে পুলসিরাতে
ঠেকব যখন আঁধার রাতে
নবীজীর শাফায়াতের তরী তখন
করবে আমায় পার ॥