গান: নবী মোর পরশমনি
কথা ও সুর: সিরাজুল ইসলাম

নবী মোর পরশমনি
নবী মোর সোনার খনি
নবী নাম ভাবে যে জন
সেই তো দোজাহানের ধনী ॥

সে নামে মধুমাখা
সে নামে জাদু রাখা
সে নামে মজনু হইলো
মাওলা আমার কাদের গনি ॥

নবী মোর নূরে খোদা
তার তরে সকল পয়দা
আদমের কলবেতে
তারই নূরের রওশানি।

ও নামে সুর ধরিয়া
পাখি যায় গান করিয়া
ও নামে আকুল হয়ে
ফুল ফোটে সোনার বরণী ॥

চাঁদ সুরুজ গ্রহ তারা
তারই নূরের ইশারা
নইলে যে অন্ধকারে
ডুবিত এই ধরণী।
নিদানে আখেরাতে
ত্বরাইতে পুলসেরাতে
কাণ্ডারী হইয়া নবী
পার করিবে সেই তরণী ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *