গান: দুর্নীতিবাজ দেশজাতির ভয়ংকর
কথা ও সুর: আবুল কাশেম
দুর্নীতিবাজ দেশজাতির ভয়ংকর ডেঙ্গু মশা
ডেঙ্গু মশা ও ডেঙ্গু মশা
ডেঙ্গু মশা হায় হায় ডেঙ্গু মশা
ডেঙ্গু মশার ভয়ে তোমরা
কাঁপছো থরোথর
দুর্নীতি আর দুঃশাসন
আরো ভয়ংকর
সবাই বন্ধ কর
প্রশাসনের দুর্নীতি বন্ধ কর ॥
ঘুষের মডার্ন নাম হইয়াছে পারসেন্টিস ভাই
পারসেন্টিস ছাড়া কোন ফাইল সরানো দায়
বিল দিতে বিল পেতে পার্সেন্টিস চাই
নইলে হবে ব্লাড প্রেসার লো অথবা হাই
হার্টবিটও বাড়তে পারে থামতে পারে হায়
হার্ট অ্যাটাক হার্ট ফেইলোর
হতে পারে পরপর ॥
রেজিস্ট্রেশান লাইসেন্স পারমিট হয় না ঘুষ বিহনে
ভেজাল মালও খাঁটি বানায় পার্সেন্টিসের গুণে
কোর্ট কাচারি আদালতে অফিস পাড়ায়
ইট বালুও হেথায় নাকি টাকার কথা কয়
শুদ্ধি অভিযান চালাও ডেঙ্গুর আস্তানায়
নইলে জাতির সারবে না ভাই
দুর্নীতির এই ডেঙ্গুজ্বর ॥
দুর্নীতিবাজ প্রশাসনে ঘাপটি মেরে আছে
সরকারি বিরোধী দলে থাকে আগে পিছে
এই কথা তো জানে সবাই তবু ধরে না
ওদের কেন অ্যারেস্ট করে বিচার করে না
ওদের টুটি চেপে ধর ডেঙ্গু মশা নিধন কর
সবাই মিলে দেশটাকে দুর্নীতিমুক্ত কর ॥