গান: একদল ভালো মানুষের জন্য
কথা ও সুর: কামরুল ইসলাম হুমায়ুন
একদল ভালো মানুষের জন্য
পৃথিবীর আঙ্গিনা হয় না আবাদ
জাগে না সে মুক্তি অনন্য ॥
দিকে দিকে আজও ওই ওঠে চিৎকার
মানুষের জনপদে শুধু হাহাকার!
হৃদয়ের সৌরভ নিয়ে কেউ আসে না
ফুল ফোটাবার জন্য ॥
দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষের
অভাব যে বুঝতে পারে
নিরাশার কালো মেঘ টলোমলো
আঁখিলোর মুছতে পারে।
শান্তির শ্বেতপাখি হারিয়ে গেছে
সুখ চাওয়া বুকগুলো ভেঙে গেছে
সমন্বয়ধর্মী জীবনের অভাবে
হয় না পৃথিবী ধন্য ॥