গান: একটি নদী একটি সবুজ গ্রাম | Ekti Nodi Ekti Sobuj Gram
কথা: গোলাম মোহাম্মদ
সুর: মশিউর রহমান
একটি নদী একটি সবুজ গ্রাম
একটি পাখি একটি গানের নাম
আমার কাছে অনেক বেশি দাম ॥
সেই নদীটির নাইবা রইলো পানি
গ্রামটি ছোট হোক না একটুখানি
বুকে আমার তার আছে অ্যালবাম ॥
ছায়া ঢাকা সবুজ মাখা সেই যে আমার প্রিয়
আমার তাবৎ কাজে সেই তো স্মরণীয়।
সেই যে পাখি নরম কোমল ডানা
বাসায় করে তার সোহাগের ছানা
কান ভরিয়ে শুনিয়ে তার গান ॥
#Allahoke Sotti Valobashe Je #Saimum 33 #আল্লাহকে সত্যিই ভালোবাসে যে #সাইমুম ৩৩