গান: জালিমের ত্রাস সূর্য সেনা
কথা ও সুর: আবদুর রাজ্জাক রাজু
জালিমের ত্রাস সূর্য সেনা
বাধার প্রাচীর ভেঙ্গে আয়
হবেই হবে তোমারই জয়
জেনে রেখ নিশ্চয় ॥
বঞ্চিত মানুষেরা কাঁদে ওই
ওদের বাঁচায় তারা গেল কই
বাঁচাও তাদের জেনে রেখ
হবে না তোমার কোন ক্ষয় ॥
মেঘে ঢাকা সূর্য হাসে হাসি তার হয় না মলিন
তোমার মনের আশার আলো করবে কি আঁধারে বিলীন
হিম্মত নিয়ে পথ চলো দেখবে দু’চোখে আশার আলো
উড়বে বাতিল ধুলার মত নেই নেই নেই কোন ভয় ॥