গান: খোদার হাবীব রাসূল আমার
কথা ও সুর: ফজলে খোদা
খোদার হাবীব রাসূল আমার
আখেরাতের ফুল
মায়া মোহের পৃথিবীতে
নেই গো যাহার ভুল ॥
তার পদধুলির ছোঁয়া পেয়ে
মরু সাহারা উঠলো গেয়ে
কঠিন পাথার তূর পাহাড়ে
ফুটলো বনফুল ॥
তার কণ্ঠধ্বনির সুরে সুরে
উঠল মাতম বিশ্বজুড়ে
গাইলো সুখে পরান খুলে
দুনিয়ার বুলবুল ॥