গান: কামলিওয়ালা মুহাম্মদ তরী কর পার
কথা ও সুর: সংগ্রহ
কামলিওয়ালা মুহাম্মদ তরী কর পার
সাহারায় তুমি ছাড়া নেই কেউ তো আমার
পথভোলা এই বান্দাহ কাঁদে বারে বার ॥
দুনিয়ায় কত শোভা কত যে হাসি ভরা
জিন্দেগী শত রূপে রঙে রসেতে ভরা
নেয়ামতের সুধা নিয়ে তুমি এলে বলে
এলাহীর করুণা দেখি আমি ফুলে ফলে
ইশারায় তোমার নবী
খুলবে মোদের বরকতেরই দ্বার ॥
তুমি রবি নূরের রবি তুমি তো আলো প্রাণের
দিশারী কাণ্ডারী তুমি যে দোজাহানের
সুপারিশ করবে তুমি রোজ হাশরের দিনে
সে আশা বুকে নিয়ে দাঁড়াবো সেই ময়দানে
উম্মত তোমার মোরা উম্মত তোমার
ইজ্জত তোমার যেন রেখ দিও এ বান্দার ॥