গান: যতদিন এই দেহে | Jotodin Ei Dehe
কথা: আবু তাহের বেলাল
সুর: মশিউর রহমান
যতদিন এই দেহে আছে মোর প্রাণ
যতক্ষণ বহে শ্বাস প্রশ্বাস
তোমার নামের যেন জিকির করি
আমাকে দাও গো সেই আশ্বাস ॥
পৃথিবীর কোন লাভ ক্ষতিতে
টলে না যেন মোর মন
বিপদ আপদে তোমার পথে
অবিচল রই সারাক্ষণ
সবর হাসিলের দিও মনোবল
দিও অমলিন ওই বিশ্বাস ॥
অনিবার আসে অনাহুত
কত মোহ প্রলোভন
ভাবিয়ে তোলে প্রতিপদে
কত শত প্রয়োজন
সকল কিছু যেন দলতে পারি
দাও আমাকে সেই প্রাণ উচ্ছ্বাস ॥
#Allahoke Sotti Valobashe Je #Saimum 33 #আল্লাহকে সত্যিই ভালোবাসে যে #সাইমুম ৩৩