গান: খোদা আমায় করো মাফ । Khoda Amay Koro Maf
কথা: কে এম মুনীর হোসাইন
সুর: মেহরাজ মিঠু
খোদা আমায় করো মাফ আমি গুনাহগার
তুমি ছাড়া নাই রে খোদা
দুনিয়াতে কেউ আমার ॥
লোহার টুকরা জলে ডুবে
লোহার জাহাজ ডুবে না
পাটখড়িতো জলে ভাসে
ডোবাতে কেউ পারে না
হে খোদা তোমার হিসাব তুমি জানো
বোঝার শক্তি আছে কার ॥
দিনের পরে দিনের আলো
কেউ কখনো দেখেনি
কালো রাতের চাঁদের আলো
দিনে কভু ভাসেনি
হে খোদা এক নিয়মে চালাও তুমি
তোমার লিলা বুঝা ভার ॥