গান: কুহু কুহু কোকিল গাহে । Kuhu Kuhu Kokil Gahe
কথা: আবু তাহের বেলাল
সুর: মোহন বিরাগী


কুহু কুহু কোকিল গাহে
গুনগুনিয়ে ভ্রমর গাহে
গাহে দোয়েল পিউ পাপিয়া
নূর নবীজীর নাম ॥

তামাম আলম সকাল ও শাম
দমে দমে জপে ও নাম
আকুল হয়ে জানায় তারে
দুরুদ ও সালাম ॥

শিমাল জুনুব মাগরিব মাশরিক
ইশান বায়ু আরো চারিদিক
তার সে নূরের রওশনিতে
হয় যে অভিরাম ॥

আমার জীবন আমার মরণ
আমার মেধা আমার স্মরণ
তার রূহুতে সঁপে দিতে
করি যে আনযাম ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *