গান: মেঘের চাঁদোয়া নেড়ে | Megher Chadoya Nere
কথা: গোলাম মোহাম্মদ
সুর: মশিউর রহমান

মেঘের চাঁদোয়া নেড়ে আকাশে
নদীর নূপুর পরে পায়
পাখির কণ্ঠে সুর মিলিয়ে
হৃদয়ের কথা বলে যায় ॥

তার সবুজ সবুজ ভালোবাসাতে
তার ফুলেল ফুলেল কত আশাতে
ধান পাটে সরিষার সুরে সুরে
সে যে কত কথা বলে যায় ॥

পতাকার মত সেই সবুজ দোলে
মনোরম ভঙ্গিতে হৃদয় ভুলে
আম জাম তেঁতুলের গভীর মায়ায়
সে যে কত কথা বলে যায় ॥

বিল ঝিল বাউড়ের নদীর কূলে
কলাবতী শিমুলের ভাটির ফুলে
তার মায়ায় মায়ায় ইশারাতে
সে যে কত কথা বলে যায় ॥

#Allahoke Sotti Valobashe Je #Saimum 33 #আল্লাহকে সত্যিই ভালোবাসে যে  #সাইমুম ৩৩

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *