গান: মনের পিঞ্জরে কত না আদরে | Monere Pinjore Koto Na Adore
কথা ও সুর: শফিক আদনান

মনের পিঞ্জরে কত না আদরে
পুষেছি বনের পাখি আমি তোমারে
খাঁচা মোর উজার করে
পাখি তুই গেলি দূরে
দেখলি না চোখের পানি ঝরছে অঝোরে ॥

ভালো মন্দ বুঝিসনি তুই
দেখিসনি চোখটা মেলে
বুঝে গেলি সবি রে তুই সময়টা গেলে
সারাক্ষণ তোরে খুঁজি
ঘুমের আশায় চক্ষু বুঁজি
হারিয়ে গেলি রে তুই অকূল পাথারে ॥

যেদিন হবে হিসাব রে তোর
সৃষ্টিকর্তার আদালতে
কপাল পোড়া পাখি কি তুই পারবি পার হতে
শূন্য হিয়ার মাঝে
কেন তুই আসিস না যে
পালিয়ে গেলি রে তুই এ কোন সুদূরে ॥

#Mon Mohajon #Saimum 50 #মন মহাজন #সাইমুম ৫০

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *