গান: বিপথে যাও উল্টা পথে | Bipothe Jaw Ulta Pothe
কথা ও সুর: মাসুদ রানা

বিপথে যাও উল্টা পথে
চালাও তোমার মন
সময় থাকতে নাও গো তুমি
মনের নিয়ন্ত্রণ ॥

মনের ঘুড়ি উইড়া বেড়ায়
খোলা আকাশ পাইয়া
নাটাই সুঁতা ইচ্ছেমত
দিও না তাই ছাইড়া
সুখে দুঃখে বিপদ আপদে
আল্লাহকে কর স্মরণ ॥

খারাপ ভালোর ফল পাবে
রোজ হাশরের ময়দানে
তোমার মনকে তুমি সাজাও
না যেন সাজায় শয়তানে
দিকভ্রান্ত না হয়ে তাই তো
করো আত্মসমর্পণ ॥

#Mon Mohajon #Saimum 50 #মন মহাজন #সাইমুম ৫০

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *