গান: মরু সাহারায় হাওয়ায় হাওয়ায়
কথা ও সুর: আবুল কাশেম
মরু সাহারায় হাওয়ায় হাওয়ায়
মিষ্টি মধুর সুর ছড়ায় কোন
বেহেশতি বুলবুল
আমার মোহাম্মদ রাসূল ॥
সেই গানেরই সুরে সুরে
জুড়ায় সকল তপ্ত প্রাণ
দুঃখ জ্বালা ব্যথা বেদনা
শোক সন্তাপের অবসান
ভুবন মোহন করল সে কোন
বেহেশতি বুলবুল
আমার মোহাম্মদ রাসূল ॥
তৌহীদেরই নিবিড় আযান
আকাশ বাতাস করে মুখর
দিশেহারা আর পথহারা সব
পায় খুঁজে আপন খবর।
আল্লাহ ছাড়া নেই প্রভু নেই
বাজে রে সুর বাজে রে
নেই ভেদাভেদ সবাই সমান
আমির গরিব ফকিরে
সাম্যের এমন গান গাহে কোন
বেহেশতি বুলবুল
আমার মোহাম্মদ রাসূল ॥