গান: ওগো পরোয়ার । Ogo Poroyar
কথা: জাকির আবু জাফর
সুর: রহমত উল্লাহ
ওগো পরোয়ার কিভাবে জানাব আমি
শুকরিয়া তোমার
কী গানে গাবো আমি মহিমা তোমার ॥
তুমি যে অশেষ অসীম
তুমি তো সীমানা বিহীন
নাই তুলনা যার ॥
কত তারা চাঁদ হাসে তোমার ইশারায়
কত পাখি গেয়ে যায় মরু সাহারায়
দেখে দেখে ভরে যায় তৃষিত এ-মন
ঝরে ঝরে পরে কত করুণা অপার ॥
তোমাকে জানাব বলে কত ছিল আশা
কী গানে জানাব খুঁজে পাই না সে ভাষা
আশা আর ভাষা সব তুমি কর দান
খালেক তুমি মালেক তুমি রহমান
তোমার দয়া বিনে প্রভু কারো গতি নেই
দাও না আমায় মধুর ভাষা হে পরোয়ার ॥