গান: আসছে শতাব্দী তো আমাদের । Asche Sotabdi To Amader
কথা: মতিউর রহমান মল্লিক
সুর: মশিউর রহমান


আসছে শতাব্দী তো আমাদের
নিপীড়িত মানুষের লাঞ্ছিত সকলের
চূড়ান্ত বিজয়ের ॥

কুফরির পরাজয় নিশ্চিত জেনেছে সবাই
সত্যের পথে তাই সুদৃপ্ত পদভারে এঁকে যাই
রুখতে তো পারবে না দুর্বার দুর্গম
দুর্জয় গতি জীবনের ॥

আসছে শতাব্দী তো মজলুমানের
আসছে শতাব্দী তো জুলুমের জিন্দানে
জাগরিত মুসলমানের।

সমস্ত মতবাদ ধ্বংসের শেষ সীমানায়
মরণ ঘণ্টা তার কান পেতে শোন ওই শোনা যায়
কোরআনের কর্মীরা তাই চল ছুটে যাই
হাতছানি পেয়ে সম্মুখে ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *